ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনার মঞ্চে বরেন্দ্র নর্থ জোন
Published : Wednesday, 7 April, 2021 at 7:53 PM
সোনার মঞ্চে বরেন্দ্র নর্থ জোনবঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বরেন্দ্র নর্থ জোন। আজ (বুধবার) বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চট্টলা ইস্ট জোনকে ৩৬ রানে হারিয়ে সোনা জেতার মঞ্চে উঠেছে বরেন্দ্র। তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে চট্টলার সংগ্রহ ২ পয়েন্ট।

বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন লড়বে চন্দ্রদ্বীপ সাউথ জোনের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল ১০ এপ্রিল ফাইনালে বরেন্দ্রর বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে।

টসে হেরে ব্যাট করা বরেন্দ্র ৪৯.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। ৫০ রানে ২ উইকেট হারালেও মিডল অর্ডারে অধিনায়ক নাঈম আহমেদ, ইমন আলী ও জাকারিয়া ইসলাম শান্তর ব্যাটিং দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় দলটি। নাঈম সর্বোচ্চ ৮৫, জাকারিয়া ৪২, আর ইমন আলী করেন ২৯। এছাড়া মিনহাজুল হাসান ১৯ ও ফাহিম হাবিব ১৯ রান করেন।

চট্টলার তানভির আহমেদ ও আসাদুজ্জামান খান তুষার ২টি করে উইকেট পেয়েছেন। আর মুস্তাকিম মিয়া, রেদোয়ান হোসেন সিয়াম ও আশরাফুল ইসলাম রোহান নেন একটি করে উইকেট।

২৩৬ রানের লক্ষ্যে ৪৭.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় চট্টলা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও অধিনায়ক রিহাদ খান, মুস্তাফিজুর রহমান ও মইনুল হাসানের ব্যাটে জয়ের আশা জেগেছিল তাদের। কিন্তু তাদের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় চট্টলার ইনিংস। রিহাদ ৮১, মুস্তাফিজুর ৩৬, মইনুল ২৮, হৃদয় দেব ১১ ও আসাদুজ্জামান ১১ রান করেন।

বরেন্দ্রর জাকারিয়া ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া শায়ান আহমেদ ও নাঈম আহমেদ নেন ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বরেন্দ্রর নাঈম।