রণবীর ঘোষ কিংকর।
চলমান করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকারি কঠোর নিষেধাজ্ঞা শিথীল করে সময় নির্ধারণ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (৭ এপ্রিল) দুপুরে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া ও সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপি গ্রহণ করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।
স্মারকলিপিতে গত ২০২০ সালের রমজান মাসে লকডাউন থাকায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির বিষয়টি উল্লেখ করা হয়। তারা ওই ক্ষতি পুষিয়ে উঠার আগেই আবারও সরকারি কঠোর নিষেধাজ্ঞা দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে দাবি করেন। একই সাথে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করার সরকারি অনুমতি কামনা করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, চান্দিনা পৌর সুপার মার্কেট কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রতন দেবনাথ, কোষাধ্যক্ষ শ্যামল কর, নিখিল রায়, চান্দিনা বাজার কসমেটিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী রেজা টিপু, ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।