ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রাম আগুনে সর্বস্ব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে একটি পরিবারের  বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার রাতে পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘর নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বসতঘরে আগুন জ¦লতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তাঁর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আলমারি, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ও প্রয়োজনীয় মালামালসহ পুড়ে যাওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে।
কান্নাজড়িত কণ্ঠে মোসলেম উদ্দিন বলেন, পরিবারের পাঁচ সদস্যের পরনের কাপড় ছাড়া একটি সুতাও ঘর থেকে বাহির করতে পারিনি। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ছেলে-মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমার কাছে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। কিভাবে পরিবার নিয়ে বসবাস করবো, বলতে পারছি না।