নাঙ্গলকোটে ধর্ষক মাদ্রাসা শিক্ষকের বিচার দাবি
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার প্রথম শ্রেণীর শিশু ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসা শিক্ষক বিল্লাল হোসেনকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করে বিচারকার্য শেষ করার জন্য সরকারের নিকট দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনির আহাম্মদ ভূঁইয়া, সদস্য শেখ কামাল, সদস্য হানিফ পন্ডিত, বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সেলিম শিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম উদ্দিন মিয়া, ছাত্রলীগ সভাপতি আশিকুল ইসলাম ভূঁইয়া শাকিল, ইউপি মেম্বার মো. রফিক, জসিম উদ্দিন, মমিন প্রমূখ।
চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান
আন্তঃজেলা বাস ডাকাত চক্রের
তিন সদস্য গ্রেফতার
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার শেষে জেলহাজতে পাঠিায়েছে। গ্রেফতারকৃতরা হলো; ঢাকার কদমতলী থানার নতুন শ্যামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন(৩৮), গাজীপুরের আশুলিয়া থানার সাভার এলাকার মৃত আবদুর রাজ্জাকের পুত্র এছার উদ্দিন প্রকাশ ইছার আলী(৪৮) ও নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মুকুন্দি গ্রামের ইমান আলীর পুত্র শাহিনুর রহমান শাহিন(৪৫)। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা।
তিনি জানান, চৌদ্দগ্রাম থানার ১৬ মার্চের একটি মামলায়(নং-২৯) ধারা-৩৯৫/৩৯৭ এর পেনাল কোডের ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত পূর্বক ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর এর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফের সার্বিক তত্ত্বাবধানে এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকা থেকে বিল্লাল হোসেন, সাভার থেকে ইছার আলী ও নারায়নগঞ্জ থেকে শাহিন নামের তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে বলে জানা গেছে।