Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM, Update: 08.04.2021 1:07:57 AM
নিজস্ব
প্রতিবেদক: এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অটোরিকশা চালক বাবার
যমজ দুই ছেলেকে অর্থিক অনুদান প্রদান করেছেন কুমিল্লা জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান। মেডিক্যালে ভর্তি পরীক্ষায় যমজ দুই ভাইয়ের
কৃতীত্বের খবর দৈনিক কুমিল্লার কাগজে প্রকাশ হওয়ার পর গতকাল বুধবার জেলা
প্রশাসকের পক্ষ থেকে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা
উপজেলা পরিষদে ডেকে নিয়ে যমজ দুই ভাইয়ের হাতে ২০ হাজার টাকা অনুদান তুলে
দেন। পাশাপাশি এই দুই সহোদরের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস
দেন তিনি। এসময় হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন এবং মেধাবী দুই
সহোদরের পিতা বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী
কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, যমজ দুই ভাই আরিফুল ইসলাম ও শরিফুল
ইসলাম এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের বাবা অটোরিকশা চালক।
দরিদ্র এই বাবা খুব কষ্ট করে তার ছেলেদের পড়ালেখা করিয়েছেন। সদ্য হয়ে যাওয়া
এমবিবিএস ভর্তি পরীক্ষায় তার যমজ দুই ছেলেই উত্তীর্ণ হয়েছেন। কুমিল্লার
কাগজে প্রকাশ হওয়া এমন একটি সংবাদ কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসানের নজরে আসলে তিনি এই দুই শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির জন্য আর্থিক
অনুদানের সিদ্ধান্ত নেন। বুধবার যমজ দুই ভাইকে উপজেলা পরিষদে ডেকে এনে ১০
হাজার টাকা করে দুইজনকে ২০ হাজার টাকা উপহার হিসেবে অর্থিক অনুদান প্রদান
করা হয়েছে। এসময় তাদের বাবাও উপস্থিত ছিলেন। আমি তাদের সাফল্য কামনা করি।
জেলা
প্রশাসকের উপহার পেয়ে যমজ দুই ছেলের বাবা বিল্লাল হোসেন জানান, বুধবার
দুপুরে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমার দুই ছেলেকে নিয়ে দেখা
করতে বলেন। তখন ছেলে আরিফ ও শরিফকে নিয়ে ইউএনও এর সাথে দেখা করি। এমবিবিএস
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে তিনি ধন্যবাদ জানান এবং পরবর্তী সাফল্যের
জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেন। পরে খামের মাধ্যমে ১০ হাজার টাকা করে
দুইজনকে ২০ হাজার টাকা উপহার দিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলার
মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটোরিকশাচালক বিল্লাল হোসেনের যমজ দুই
ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
তাদের এমন সফলতায় মা-বাবা ভীষণ খুশি। সকলের নিকট দোয়া চেয়েছেন। কুমিল্লা
থেকে পরীক্ষা দেওয়া আরিফ সারা বাংলাদেশে ৮২২ তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে,
শরিফ ১১৮৬ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।