ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোবাইলের জন্য এলো স্পটিফাইয়ের ভয়েস অ্যাসিস্টেন্ট
Published : Thursday, 8 April, 2021 at 1:15 PM
মোবাইলের জন্য এলো স্পটিফাইয়ের ভয়েস অ্যাসিস্টেন্টআইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা নিয়ে এসেছে মিউজিক স্ট্রিমিং সেবাদাতা স্পটিফাই। অ্যাপের ভেতরেই মিলবে সেবাটি। দ্রুত গান শোনার জন্য শুধু ‘হেই স্পটিফাই’ বলে ডাক দিলেই হবে।

ডাক দেওয়ার পরপরই পর্দায় এসে হাজির হবে সেবাটি। এরপর ব্যবহারকারীরা সুনির্দিষ্ট কোনো শিল্পীর গান, প্লেলিস্ট শোনাতে বলতে পারবেন। ডাকতে না চাইলেও সমস্যা নেই, ট্যাপ করার জন্য অ্যাপেই মিলবে ভয়েস বাটন। তবে, ফিচারটি ব্যবহার করার আগে স্পটিফাইকে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে।

স্পটিফাইয়ের গোপনতা নীতি বলছে, ‘হেই স্পটিফাই’ বা ‘ভয়েস বাটন ট্যাপ’ করার পরের রেকর্ডিং ও সার্চের ট্রান্সক্রিপশন সংরক্ষণ করে সেবাটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে ফিচারটি পরীক্ষা করছে স্পটিফাই। পরীক্ষা শেষে এখন এটি আরও বড় পরিসরে নিয়ে আসছে তারা।

উল্লেখ্য, সিরি বা গুগল অ্যাসিস্টেন্টের মতো নয় সেবাটি। শুধু স্পটিফাই অ্যাপ খোলা থাকলেই কাজ করবে এই ভয়েস অ্যাসিস্টেন্ট।