ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে সংক্রমণের নতুন রেকর্ড, দৈনিক সংক্রমণ ছাড়ালো এক লাখ ৪৫ হাজার
Published : Saturday, 10 April, 2021 at 12:34 PM
ভারতে সংক্রমণের নতুন রেকর্ড, দৈনিক সংক্রমণ ছাড়ালো এক লাখ ৪৫ হাজারভারতে এক দিনে করোনাভাইরাস শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। এনিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের পরিমাণ দাঁড়ালো এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।

টানা চতুর্থ দিনের মতো ভারতে এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে করোনা সক্রিয় রোগীর সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারতের বিভিন্ন অংশে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত পাঁচ দিনে ভারতে ছয় লাখ ১৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে তিন হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ৩১ মার্চ ভারতে শনাক্ত হয় ৫৩ হাজার ৪৮০ জন। আর গত কয়েক দিনে এই শনাক্তের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত জুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহারাষ্ট্রে শনিবার থেকে লকডাউন শুরু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৫৮ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

দিল্লিতে সব স্কুল ও কলেজ পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারও আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।