ফ্রান্সে দীর্ঘ ছয় মাস বন্ধের পর প্যারিসের প্যান্টিন উপশহরের গ্র্যান্ড মসজিদে পুনরায় নামাজ শুরু হয়েছে। শুক্রবার প্যান্টিন গ্র্যান্ড মসজিদটি পুনরায় চালুর পর অনুষ্ঠিত জুমায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে ফরাসি মুসলিমদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ফ্রান্সের অনেক মসজিদ সাময়িক বন্ধ করেছিল দেশটির সরকার।
ইউরোপের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে। মুসলিমরা দেশটির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। খ্রিস্টান ধর্মের পর ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
গত বছরের ১৬ অক্টোবর প্যারিসের কনফ্লানস সেইন্তে-হনোরাইন শহরতলীর মিডল স্কুলের ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। পরবর্তীতে একজন চেচনিয়ান বংশোদ্ভূত কিশোর তাকে হত্যা করে। পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়।
এরপর থেকে মুসলিমদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা বিভিন্ন অভিযান শুরু করে এবং শহরতলীল প্যান্টিন মসজিদ বন্ধ করে দেয়। কারণ শিক্ষক হত্যার আগের দিন মহানবী (সা.)-এর নিন্দা জানিয়েছে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার দিয়েছিল।