মো. হাবিবুর রহমান, মুরাদনগর
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৫৬টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে ইফতারসামগ্রী বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল-রশীদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, থানার ওসি সাদেকুর রহমান, ধরানীপাড়া এতিমখানার মুহতামিম মুফতী আব্দুল মমিন, করিমপুর এতিমখানার মুহতামিম মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, শিক্ষক মুফতী মানসারুল কবির।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন ও নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ওমর ফারুক সরকার, জাকির হোসেন, একেএম সফিকুল ইসলাম, আবুল হাসেম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন সরকার, উপজেলা কৃষক লীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সাবেক আহবায়ক আব্দুর রহিম সরকার, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের আহবায়ক আবু মুছা আল-কবির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খান, সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম সরকার ও সোহরাব হোসেন বেলাল এবং উপজেলা কৃষকলীগের সদস্য আল-আমিন বাদশা প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল, মুড়ি ৫০ কেজি, খেজুর ১০ কেজি, বুটের ডাল ৫০ কেজি, চনা ৪০ কেজি, মটর ৮০ কেজি ও তেল ১২ কেজি।