ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্রান্সে ১৮ বছরের নিচে হিজাব নিষিদ্ধ, যা বলছেন মুসলিমরা
Published : Saturday, 10 April, 2021 at 7:12 PM
ফ্রান্সে ১৮ বছরের নিচে হিজাব নিষিদ্ধ, যা বলছেন মুসলিমরা ফ্রান্সের হিজাবিরোধী একটি আইন পাশে সম্মতি দিয়েছে সিনেট। এতে বলা হয়েছে, ১৮ বছরের নিচে কেউ জনসমক্ষে হিজাব পরতে পারবে না। তবে ১৫ বছরে শারীরিক সম্পর্কে জড়ানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। সিনেট সম্মতি দেওয়ার পর থেকে এ নিয়ে শুরু হয়েছে আন্দোলন।

মুসলিমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে #হ্যান্ডসঅফমাইহিজাব নিয়ে আইনটির বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। এই আইনকে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী’ বিল হিসেবে সিনেটে তোলা হয় এবং দেশটির ধর্মনিরেপক্ষ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে সিনেটে অনুমোদন পেলেও এটি এখনও আইনে পরিণত হয়নি। প্রস্তাবিত এই আইনকে ‘ইসলামবিরোধী আইন’ বলে আখ্যায়িত করেছেন অনেকে।
এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একপেশে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা। টুইটারে মানার নামে একজন লিখেছেন, ‘ফ্রান্সে ১৫ বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে। আর ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই। এটি হিজাববিরোধী কোনো আইন নয়। এটি ইসলামবিরোধী আইন। #হ্যান্ডসঅফমাইহিজাব, #ফ্যান্সহিজাবব্যান।’

নাজওয়া জেবিয়ান নামে একজন লিখেছেন, ‘জোর করে কাউকে হিজাব পরানো যেমন অন্যায়, তেমনি জোর করে কাউকে হিজাব খুলতে বাধ্য করাও অন্যায়। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’ সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।