তিতাসের গোমতী নদীর পাড় ওডিমচরে প্রশাসনের অভিযান১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ
Published : Monday, 12 April, 2021 at 12:00 AM, Update: 12.04.2021 12:35:26 AM
কবির হোসেন, তিতাস ঃ কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসন অভিযান চালিয়ে ১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করেছে। এসয় মাটি খেকোরা খবর পেয়ে আগেই পালিয়ে গেছে, এবং মাটি খেকোদের নামে মামলার প্রস্তুতি চলছে। গতকাল রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম। জানা যায় গোমতী নদীর পাড় ও ডিমচরের মাটি যাচ্ছে ইট ভাটায় শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ পেপারে শনিবার সংবাদ প্রকাশ হলে নিউজটি প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন এই অভিযান চালান।
সরেজমিনে গিয়ে জানা যায়, লালপুর গ্রামের মুত সিরাজ মিয়ার ছেলে ফুল মিয়া ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মঙ্গল মিয়া অবৈধভাবে গোমতী নদীর পাড় থেকে এবং ডিম চরের মাটি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার চরচাষী গ্রামের মাটি খেকো কবির ও জাহাঙ্গীরের নিকট বিক্রি করে আসছে। তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে সাহস পায়না। অভিযান পরিচালনার সময় নাম প্রকাশ না করার শর্তে এক যুবক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নিকট এমন অভিযোগ করেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম বলেন, গোমতী নদীর তীর ও ডিমচর থেকে মাটি কেটে নিচ্ছে এমন খবর পেয়ে আজ রবিবার সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে ১টি ভ্যাকু ও ৪টি ট্রাক্টর জব্দ করেছি এবং মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলার দিচ্ছি। আবারও যদি মাটি কাটার খবর পাই তাহলে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।