Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM, Update: 12.04.2021 12:29:45 AM
তানভীর
দিপু: ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা
পুলিশের অবস্থান থাকবে জোরালো। শতভাগ লকডাউন পালনে জেলা প্রশাসনের
ভ্রাম্যমাণ আদালত ছাড়াও পুলিশের অতিরিক্ত টহল দল নিয়োজিত থাকবে মাঠে।
লকডাউন চলাকালীন সময়ে কেউ যেন আইনভঙ্গ করে বাড়ির বাইরে বের হয় এবং লকডাউনের
স্বাস্থ্যবিধি অমান্য করতে না পারে সে ব্যাপারে পর্যবেক্ষণ করবেন।
কুমিল্লা
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সরকারি যে কোন আইন মানতে
প্রশাসন সর্বাত্মভাবে মাঠে কাজ করবে। ১৪ তারিখ থেকে সরকার যে সর্বাত্মক
লকডাউন ঘোষণা করেছে এজন্য কুমিল্লা জেলা প্রশাসনের যতটুকু কঠোর দায়িত্ব
পালন করা উচিত তাই করবে। আমরা আশা করবো কুমিল্লাবাসী যেন লকডাউন মেনে চলেন।
লকডাউন মানলে কুমিল্লার করোনা পরিস্থিতিরই উন্নতি হবে।
জেলা পুলিশ
সুপার মোঃ ফারুক আহমেদ জানান, সর্বাত্মক লকডাউনে কুমিল্লায় পুলিশের অবস্থান
থাকবে জোরালো। সাধারণ টহল পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত
সদস্যও মাঠে থাকবে। কেউ যেন লকডাউন আইন অমান্য না করে সে বিষয়ে সরকারি
নির্দেশনা মোতাবেক পুলিশ মাঠে কাজ করবে।
এদিকে কুমিল্লায় এবার রেকর্ড
সংখ্যক করোনা আক্রান্ত শনাক্তের তথ্য প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন
কার্যালয়। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৫৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত
হয়েছে। এর আগে গত বছরের ১৬ জুন সর্বোচ্চ ১১৭ একদিনের শনাক্তের তথ্য
প্রকাশ করা হয়। অন্যদিকে শুধু এপ্রিল মাসেই করোনা আক্রান্ত হয়ে কুমিল্লায়
মারা গেছেন ৩২ জন।
গতকালের রিপোর্টে জানানো হয়, জেলায় সর্বমোট
শনাক্তের সংখ্যা ১০ হাজার ৭৪৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৫৫ জন।
এপর্যন্ত কুমিল্লায় মোট প্রাণহানির সংখ্যা ৩২০। গত মার্চ মাসের শেষ সপ্তাহ
থেকে কুমিল্লায় সংক্রমণ শনাক্ত লাফিয়ে বাড়তে থাকে। একই সাথে বাড়তে থাকে
মৃতের সংখ্যাও। সব মিলিয়ে জেলায় করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রর্যন্ত
আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭ শ’ ৪৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩২০ জন,
সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৫ জন।
করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সতর্ক
হওয়ার আহবান জানিয়ে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন
জানান, লকডাউনে যে যেখানে আছে সেখানেই থাকতে হবে। নিজ অবস্থান থেকে বের হয়ে
চলাচলের কোন সুযোগ নেই। এব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে। কুমিল্লায়
করোনা সংক্রমণের যে পরিস্থিতি এতে করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই লকডাউন
মানিয়ে করোনা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব।