হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM
ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতাল থেকে রতœা আক্তার (৩০) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে গেন্ডা এলাকার আনন্দপুর মহল্লার সীমা জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত রতœা আক্তার মেহেরপুর জেলার সদর থানার কামারখালী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রতœা সীমা জেনারেল হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন। ওই হাসপাতালের তিনতলার একটি কক্ষেই তিনি থাকতেন। রতœা বিবাহিত ও তার একটি মেয়ে আছে। কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকার কারণে পারিবারিকভাবেই এক বছর আগে তাদের ডিভোর্স হয়। তার শিশু মেয়েসন্তানটি বাবার সঙ্গে গ্রামেই থাকতো। তবে মাঝেমধ্যে সে মায়ের সঙ্গে দেখা করতে আসতো। সংসার করতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন রতœা। সোমবার ভোর রাতে রতœা স্বামীকে ফোন করে হতাশা প্রকাশ করেন। এরপর সকালে তিন তলার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।