ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইতালিতে মঙ্গলবার থেকে রোজা শুরু
Published : Tuesday, 13 April, 2021 at 12:49 PM
ইতালিতে মঙ্গলবার থেকে রোজা শুরুএ বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইতালিতে আজ মঙ্গলবার রোজা শুরু হয়েছে।

স্থানীয় ঘোষণা অনুযায়ী, ইতালিসহ একই দিনে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু করেছেন। এ বছর ইতালিতে পুরোপুরি গ্রীষ্ম শুরু হওয়ার আগেই রোজা শুরু হলো।

সোমবার ইতালির বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশের মুসল্লিরা। তবে করোনা পরিস্থিতির কারণে সব কিছু সীমিত পরিসরে করা হচ্ছে।

এ ব্যাপারে তরপিনাত্তারা টিএমসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী বলেন, করোনার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। তাই ইতালি সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আমরা খতম তারাবি আদায় করছি না।

এশার নামাজ আদায়ের পর আট রাকাত তারাবি নামাজ পড়ানো হচ্ছে। যেহেতু রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ রয়েছে। তাই সুরা তারাবি পড়ানো হচ্ছে এবং রাত ১০টার মধ্যে শেষ করতে হচ্ছে নামাজ।

তিনি বাংলাদেশিসহ অন্য দেশের মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তরাবির বাকি নামাজ বাসায় গিয়ে আদায় করবেন। মঙ্গলবার ইতালিতে সেহরির শেষ সময় ছিল ৪টা ৪০ মিনিট, ইফতার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।