সর্বাত্মক লকডাউনের ঘোষণায় শহর ছেড়ে যাচ্ছে লোকজন। গণপরিবহণ বন্ধ থাকায় বিপাকে পড়েছে গন্তব্যে ফেরা মানুষজন। ভুক্তভোগীরা জানান রাস্তায় গণপরিবহণ না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার, সিএনজি, ভ্যানগাড়ি, অটোরিক্সা, মোটরসাইকেল ও পায়ে হেটে যে যারমত করে বাড়ি ফিরছেন তারা।
এদিকে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও প্রচুর প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। ফলে পাটুরিয়া ঘাটে আটকে পরে শতশত যানবাহন। মঙ্গলবার সকাল থেকেই যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ আছে। পাশাপাশি ফেরিতে অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। এই নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
যাত্রীরা জানায়, কঠোর লকডাউনের ঘোষণায় গ্রামের বাড়ি ফিরছেন তারা। মহাসড়ক ও ফেরিঘাটে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।