ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনন্য কীর্তি গড়লেন পাঞ্জাব কিংসের ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০টি ছক্কার রেকর্ড গড়েছেন গেইল।
আইপিএলের গত ১৩ আসরে ১৩২ ম্যাচে ৩৪৯টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। চলতি ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪০ রান করেন গেইল।
এদিন ২টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে তিনশ' ছক্কার রেকর্ড গড়েন পাঞ্জাব কিংসের এই তারকা ব্যাটসম্যান। আইপিএলে ১৩৩ ম্যাচে গেইল হাঁকান ৩৫১টি ছক্কা।
আইপিএলে ১৭০ ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭টি ছক্কা হাঁকান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
আইপিএলে রেকর্ড ২০৫ ম্যাচে অংশ নিয়ে তৃতীয় সর্বোচ্চ ২১৬টি ছক্কা হাঁকান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।