ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় শনাক্তের হার ২৮.৭ শতাংশ, মৃত্যুর হার ২.৯ শতাংশ
লকডাউন কঠোর হবে কুমিল্লায়: করোনা প্রতিরোধ কমিটি
Published : Tuesday, 13 April, 2021 at 1:47 PM, Update: 13.04.2021 3:14:40 PM
কুমিল্লায় করোনায় শনাক্তের হার ২৮.৭ শতাংশ, মৃত্যুর হার ২.৯ শতাংশ তানভীর দিপু:
কুমিল্লা জেলায় সংক্রমণ শনাক্তের হার ২৮ দশমিক ৭ শতাংশ। জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৯ শতাংশ; যেখানে সারা বাংলাদেশে গড় মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে কুমিল্লায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৮ শতাংশ, যা  সারাদেশের তুলনায়ও বেশি। কুমিল্লায় সংক্রমণ রোধে আগামীকাল থেকে সারাদেশের যে সর্বাত্মক লকডাউন তা কঠোরভাবে পালন করা হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন জেলা করোনা প্রতিরোধ কমিটি। মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, মেডিকেল কলেজের পরিচিালক ডা. মোঃ মহিউদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামীকাল থেকে যে লকডাউন চলবে তা কুমিল্লায় কঠোরভাবে পালন করা হবে। কোন ভাবেই কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না। কাঁচা বাজার বসবে খোলা জায়গায়। প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা লকডাউন মানাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসন ও পুলিশের টহল দল মাঠে থাকবে; কেউ লকডাউন অমান্য করলেই আইনী ব্যবস্থা নেয়া হবে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার জানান, কুমিল্লাবাসীকে অনুরোধ করছি এবারের লকডাউন সর্বাত্মক ভাবে মানার জন্য। কেউ যেন লকডাউনে ঘরের বাইরে বের না হয়। কুমিল্লা এখন রেড জোনে আছে; আমরা চাই সারা দেশে যেন আমরা সবার আগেই গ্রীন জোনে আসতে পারি। আর নগরবাসী ঘরোই থাকবেন, প্রয়োজনে বাজার ঘরে পৌঁছে যাবে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলাপ্রশাসক মোঃ কামরুল হাসান জানান, লকডাউনে সরকারের সব নির্দেশনা কঠোরভাবে মানা হবে। কুমিল্লায় লকডাউনে কেউ বাইরে বের হতে পারবে না। শুধু ইপিজেড এর শ্রমিকরা তাদের নিজস্ব পরিবহনে কারখানায় যেতে পারবে। আর কেউ আইন অমান্য করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।