ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে দুস্থ ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Published : Tuesday, 13 April, 2021 at 6:46 PM
দেবিদ্বারে দুস্থ ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে গরীব অসহায় ও দুস্থ প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোপালনগর এলাকার নবীপুর বাজারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,‘করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।  যারা এ মানবিক উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ।  আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও বসবাস করে তবে তাদের সংখ্যা খুবই কম। আমরা সবাই মিলে এ খারাপ লোকদের সামাজিক ভাবে প্রতিহত করতে পারি। আপনারা  যেকোন সমস্যা নিয়ে সরাসরি থানায় চলে আসবেন আমি আপনাদের  শতভাগ সেবা দেব। আর যারা মাদক ইভটিজিং, খুন-ধর্ষণ করে তাদের তথ্য আমাদের দিবেন, আমরা এসব অপরাধীকে  গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। পরে প্রধান অতিথি দুস্থদের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। করোনাকালীন এসময়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন , সবাই মাস্ক ব্যবহার করবেন, অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সচেতন হোন, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান। এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রসুলপুর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার- কাজী হুমায়ুন কবির, মো.আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠনের সভাপতি-মাও.মো.হোসাইন আহমাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন  মো. বদিউল আলম বাদল মাষ্টার, সোহাগ সরকার, রামিম মুন্সী, সাইফুল ইসলাম টুটন, মোশাররফ হোসেন সোহাগ, কাজী হাছান আহমাদ, শরীফুল ইসলাম,আবির সরকার, মোহাম্মদ হোসেন, সাইদুল ইসলাম রাব্বি,জয়নাল আবেদীন, মাসুদ মুন্সী, মাজেদুল ইসলাম জিহান, আব্দুল কাইয়ুম, জাহিদুল ইসলাম প্রমূখ।