মহামারি করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পরই সংবাদ প্রকাশ হয় আর্থিক সংকটে দেউলিয়া হওয়ার পথে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে অর্থনীতি বিষয়ক সাময়িকী ফোবর্সের হিসাব বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব বার্সেলোনা!
সোমবার প্রকাশিত সবচেয়ে দামি ক্লাবের বার্ষিক তালিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এসেছে বার্সা।
শনিবার এল ক্লাসিকোয় রিয়ালের কাছে হারলেও মাঠের ব্যর্থতা বার্সেলোনা ব্র্যান্ডের জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি।
ফোবর্সের হিসাবে, বার্সার আনুমানিক বাজারমূল্য এখন ৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৪০ হাজার ৩৬৭ কোটি টাকারও বেশি!
রিয়ালের বাজারমূল্য ৪.৭৫ বিলিয়ন ডলার। দামি ক্লাবের তালিকায় সর্বোচ্চ ১১ বার শীর্ষে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানইউ এখন চারে আছে। তিনে উঠে এসেছে গত মৌসুমে ট্রেবল জেতা জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। পাঁচে লিভারপুল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস নেই শীর্ষ দশে। বিপরীতে এই প্রথম শীর্ষ দশে উঠে এসেছে ফরাসি জায়ান্ট পিএসজি। নয়ে থাকা পিএসজির বাজারমূল্য ২.৫০ বিলিয়ন ডলার।