ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মপাড়ায় মেয়ের মারধরে বৃদ্ধা বাবা আহত
Published : Tuesday, 13 April, 2021 at 8:25 PM
ব্রাহ্মপাড়ায় মেয়ের মারধরে বৃদ্ধা বাবা আহতইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা (চারিপাড়া) গ্রামে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে জন্মদাতা বৃদ্ধা বাবাকে মারধর করে গুরুতর আহত করেছে এক মেয়ে। আহত বৃদ্ধা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত সামাদ আলীর ছেলে শানু মিয়া (৭০)। তিনি, বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
    এ ব্যপারে আহত শানু মিয়া বলেন, আমার ৬ মেয়ে, কোন ছেলে সন্তান নাই। আমার ২য় মেয়ে রেহেনা বেগম (৪০) তার সন্তানদের নিয়ে আমার বাড়িতেই বসবাস করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার সমায় আমার স্ত্রী রান্না করতে পাকের ঘরে গিয়ে দেখে চুলা গুলো কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে। এ সময় আমার স্ত্রী আমাকে ডাকলে আমি সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই এবং আমি এই বিষয়ে উচ্চবাচ্য করলে আমার মেয়ে রেহেনা বেগম তার ছেলেদের নিয়ে আমার ও আমার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উল্টো আমাদের গালমন্দ করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে ও আমাকে কিল ঘুষি মারে এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাত্ব যখম করে। এসময় আমার ও আমার স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আমার মেয়ে রেহেনা বেগম তার ছেলেদের নিয়ে ঘরে চলে যায়। পরে আমার স্ত্রী ও প্রতিবেশীরা আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়াও, আমাকে ও আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করতে আমার মেয়ে পূর্বেও বহু বার আমাদের সাথে এমন অসৎ আচরণ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ প্রদানের প্রক্রিয়া চলছে।