ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবদুল মতিন খসরুর রোগমুক্তি কামনা করে বুড়িচং মাহফিল ও দোয়া
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
বুড়িচং  প্রতিনিধি।।  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের নব-নির্বাচিত  সভাপতি অ্যাড.আব্দুল মতিন খসরু'র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়  বুড়িচং উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজন বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ খাঁন, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, উপজেলা মেডিকেল অফিসার ডা. একেএম হেদাইতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা ভারপ্রাপ্ত  কৃষি কর্মকর্তা বানিন রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সটাক্টর মোঃ  আলী আব্দুল্লাহ খালেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাক সাবিনা ইয়াসমিন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল মোমেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়,  উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সহকারী প্রোগ্রামার মোঃ মঈন আল রশীদ,  উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা এম আজিজ উল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ওয়ালি উল্লাহ, উপজেলা ডেভেলপমেন্ট  ফেসিলেটর জাইকা এম সফিউল্লাহ,অফিস সহকর্মী  মোঃ গোলাম ফারুক,  সিএ ইউ এন ও  মোঃ সাইফুল ইসলাম, সিএ মোঃ মাইন উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ রাজাবি।