ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগ দেবীদ্বারে ৪০ শিক্ষক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
এ,বি,এম,আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে
মানবতার ফেরিওয়ালাখ্যাত করোনা যোদ্ধা আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস
খন্দকারের উদ্যোগে এবং ‘ড্রিম বয়েজ’র মাধ্যমে করোনাকালে নন এমপিওভুক্ত
কিন্ডার গার্টেন স্কুলের ৪০ শিক্ষককে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা
হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পোষ্ট অফিস লেইন ড্রিম হাউজে ওই সামগ্রী বিতরণ করা হয়।
মৈত্রী
ইন্টারন্যাশনাল স্কলের অধ্যক্ষ মীতা চৌধূরীর সভাপতিত্বে এবং রাজন ভূঁইয়ার
সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক
এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন ড্রীম বয়েজের সভাপতি কাঊছার
হায়দার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শাহিনূর আক্তার লিপি,
আশেক-ই-এলাহী সুমন, জাকিয়া সুলতানা প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ
অনুষ্ঠান চলাকালে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সে ডা. ফেরদৌস খন্দকার
উপস্থিত সকলের সাথে মতবিনিময় এবং খোঁজ খবর নেন। তিনি করোনাকালে অসহায়
মানুষদের পাশে আছেন, থাকবেন বলেও জানান। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, সামাজিক
কর্মকা-, অসহায় দরিদ্র রোগী, দায়গ্রস্ত পিতার কণ্যাদানে সহযোগিতারও আশ^াস
দেন। তিনি স্থানীয় যুবসমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, এলাকার দরিদ্র ও
অসহায় মানুষদের মধ্যে কেউ যেন খাদ্য সংকটে কষ্ট না পায়, অর্থাভাবে কোন
দরিদ্র শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত কিংবা চিকিৎসার অভাবে কোন
দরিদ্র মানুষ চিকিৎসা বঞ্চিত না হয় সে ব্যাপারে তাৎক্ষণিক তার সাথে যোগাযোগ
করতে অনুরোধ জানান।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ৩ হাজার টাকার ২০ আইটেম ইফতার সামগ্রী ও নগদ ২ হাজার টাকা সহ ৫ হাজার টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এর
আগে সোমবার বিকাল ৪টায় দেবীদ্বার দাস বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু
সম্প্রদায়ের ৪৫ পরিবারে শাড়ি ও ১৫ পরিবারকে পাঞ্জাবিসহ বিভিন্ন ফল ফলাদি
বিতরণ করা হয়।