শাহীন আলম, দেবিদ্বার।
করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে সচেতন করতে মাঠে নেমেছে দেবিদ্বার থানা পুলিশ। বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার, শপিংমল ও বিপণিবিতানগুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন অনেকেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে দেবিদ্বার থানা পুলিশ।
লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫এপ্রিল) সচেতনতা বৃদ্ধিতে মাঠে নামেন অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম। দুপুরে উপজেলার জাফরগঞ্জ বাজার, মোহনপুর বাজারসহ বেশ কয়েকটি স্থানে প্রচারণা অভিযান চালায় পুলিশ। এসময় যারা মাস্ক পড়েনি তাদের মাস্ক বিতরণসহ আইনশৃঙখলা নিয়ন্ত্রণে জনগণের কি দায়িত্ব সে সম্পর্কে বক্তব্য রাখেন।
বক্তব্যে ওসি মো. আরিফুর রহমান বলেন, যেকোন অপরাধ যখনই ঘটবে তখনই পুলিশকে জানাবেন, পুলিশের কুইক রেসপনস টিম ২৪ ঘন্টাই প্রস্তুত আপনাদের সেবা দিতে। এলাকায় মাদক, ইভটিজিং, ছিনতাই, খুন-ধর্ষণসহ যেকোন অপরাধ নিমূর্লে পুলিশকে তথ্য সরবরাহ করে সহযোগিতা করুন। পুলিশী সেবা পেতে কোন মাধ্যম নয়, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. তুহিন, উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান, এএসআই মো. শামুসুদ্দিন, কনস্টেবল মো. মফিজুল ইসলাম প্রমুখ।