ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
Published : Thursday, 15 April, 2021 at 7:39 PM
চান্দিনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১হাজার ৫শ কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।  
এসময় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তারসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কর্মচারী।