দাউদকান্দিতে মোবাইল কোর্টে ৭ জনকে অর্থদণ্ড
Published : Friday, 16 April, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে লকডাউন কার্যকর করতে প্রশাসনের অভিযানে ৭ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি শুর করেছে। সরকারি আদেশ অমান্য করে ব্যাবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখা ও অকারণে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে ৭টি মামলায় ৭ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোহম্মদ সেলিম শেখ। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১৪ এপ্রিল বুধবার থেকে সারাদেশে কঠোর লক ডাউন ঘোষনা করেছে।
সরকারের আদেশ কার্যকরী করতে এবং জনগনকে সচেতন করতে বৃহস্পতিবার দাউদকান্দি শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় দাউদকান্দি বাজার, গৌরীপুর বাজার, মলয় বাজার ও ইলিয়টগঞ্জ বাজারে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাহিরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ বলেন, প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের পাশাপাশি ও মৃত্যুর সংখ্যাও দ্রুত বেড়ে চলছে। মানুষ সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই লকডাউন কার্যকর করতে প্রশাসন'র অভিযান অব্যাহত থাকবে। এ সময় দাউদকান্দি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এদিকে দাউদকান্দির বিভিন্ন বাজারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।