পদ্মার বাঘাআইড় দেখতে ভিড়!
Published : Saturday, 17 April, 2021 at 12:00 AM
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে ২৯ কেজি ওজনের এক বাঘাআইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরের পর শহরের মসজিদ মার্কেট এলাকায় মাছটি বিক্রির প্রক্রিয়া চলছিল। এসময় উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় করে।
মাছ বিক্রেতা ফজলুর রহমান জানান, লালপুরের স্থানীয় জেলেরা শুক্রবার সকালে মাছটি জাল দিয়ে ধরেন। পাশের বাঘা বাজার থেকে তিনি মাছটি কিনে বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসেন। মাছটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি করবেন বলে জানান তিনি।