ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবদুল মতিন খসরুকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড
Published : Saturday, 17 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মরদেহ বৃহস্পতিবার দুপুরে  বুড়িচং উপজেলা সদরে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনার পর জানাজা বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর মধ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাপা, এরশাদ ডিগ্রি কলেজ, কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, উষার পক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সোলায়মান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বুড়িচং উপজেলা নবগঠিত আমরা মুক্তি যোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবু ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল আলম, অন্যান্য নেতৃবৃন্দ হল ডা. মোঃ শাহীন আলম, সাইফুল ইসলাম, রাসেল সারোয়ার, মোঃ সেলিম খন্দকার ও আব্দুল বাতেন প্রমুখ।