কুমিল্লায় জুমায় করোনা থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত
Published : Saturday, 17 April, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লায়
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পবিত্র রমজান মাসের প্রথম জুমার
নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ
মুসলমানরা। শুক্রবার (১৬ এপ্রিল) কুমিল্লার কান্দিরপাড় কেন্দ্রীয় জামে
মসজিদসহ নগরীর পাড়া, মহল্লার ছোট-বড় সকল মসজিদে করোনা থেকে মুক্তি চেয়ে এই
দোয়া করা হয়। বাদ ছিলো না উপজেলা সদরসহ গ্রাম-গঞ্জের মসজিদগুলোতেও।
মোনাজাতে
মুসল্লিরা বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরতি
রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে
প্রার্থনা করেন। বিশেষ করে বাংলাদেশে যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন
তাদের দ্রুত সুস্থতা দান করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করা হয়।
এদিকে
সংক্রামণ রোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুমার নামাজের আগে মসজিদের মাইকে
ঘোষণা দেওয়া হয়, যারা মসজিদে জামাতে নামাজ পড়তে ইচ্ছুক তারা যেন সুন্নত
নামাজ বাসায় আদায় করে মসজিদে আসেন। জুমার নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে
মসজিদে ঢুকবেন। মুখে মাস্ক পরবেন। মসজিদে এসে ফাঁকা ফাঁকা হয়ে বসবেন।
তবে
সরকারি বিধিনিষেধের কারণে স্বাভাবিকের চেয়ে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কম
থাকলেও কিছু কিছু জায়গায় ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া মসজিদে খুতবাসহ
নামাজের সময়ও সীমিত করা হয়েছে।
নামাজ শেষে খোরশেদ আলম নামে কুমিল্লা
পূর্ব বাগিচাগাঁও বড় মসজিদের এক মুসল্লিসহ কয়েকজন বলেন, সারা বিশ্বের মানুষ
আজ করোনা মহামারির আতঙ্কে। নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছি,
যেন করোনাভাইরাস থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন।
কান্দিরপাড় জামে
মসজিদে নামাজ পড়তে আসা হাবিবুর রহমান নামক আরও এক মুসল্লি জানান, রমজানের
প্রথম জুমার নামাজটা মসজিদে না পড়লে আসলে হয় না। আমি ব্যক্তিগতভাবে
স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছি, মাস্ক পড়ে এসেছি। বাকি সবাইকেও
দেখলাম মাস্ক পড়ে এসেছে।