ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রমজানের প্রথম দশক হল রহমতের দশক
Published : Tuesday, 20 April, 2021 at 12:00 AM, Update: 20.04.2021 1:21:20 AM
রমজানের প্রথম দশক হল রহমতের দশকপবিত্র মাহে রমজানের প্রথম দশক হল রহমতের দশক। আল্লাহ রাব্বুন আলামীন এই দশকে বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করে থাকেন। তাই পবিত্র মাহে রমজানের এই রহমতের দশকে আল্লাহর নিকট। জীবিত মৃত সকলের জন্যে বেশি বেশি করে রহমত চাইতে হবে। পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফে আল্লাহতা’লা রহমত পাওয়ার সহজ পথের আলোচনা করেছেন এরশাদ হচ্ছে “আল্লাহর রহমত ঐসব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে” এই আয়াতে কারিমা থেকে বুঝা যায় বেশি বেশি আল্লাহর রহমত পেতে হলে বেশি বেশি নেক কাজ করতে হবে। রমজান মাস এমনিতেই নেক কাজের মাস। নেক কাজের পথে সব চেয়ে বড় বাধা হল শয়তান, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে নেক কাজ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহপাক পবিত্র রমজানে মানুষের চিরশত্রু ইবলিস শয়তানকে শিকল বদ্ধ করে মানুষকে বেশি বেশি নেক কাজের সুযোগ করে দিয়েছেন তাই রহমতের এই দিন গুলিতে বেশি বেশি নেক কাজ করে আল্লাহর রহমত অধিক পরিমাণে অর্জন করতে হবে।
    রহমত পাওয়ার আর একটি সহজ মাধ্যম হল প্রিয় নবী (স:) হাদিসে পাক এরশাদ ফরমান তোমরা যমিন বাসিদের প্রদি দয়া কর তাহলে তাহলে আসমান বাসি- অর্থাৎ আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিস থেকে বুঝা গেল আল্লাহর রহমত বা দয়া পেতে হলে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করতে হবে। চাই মানুষ হোক বা কোন অবলা প্রাণ হোক, কাহার উপরই জুলুম অন্যায় অবিচার করা যাবে না। আল্লাহ আমাদের সকল আমল করার তাওফীক দান করুন।