Published : Monday, 19 April, 2021 at 12:00 AM, Update: 19.04.2021 1:14:36 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এই
পর্যন্ত ১১ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায়
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দুই জনসহ জেলায় আরও তিন জন করোনায় মারা
গেছেন। মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ। এনিয়ে জেলায় ৩৪৪ জন করোনায় মারা
গেছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার
প্রাপ্ত ১৭০টি রিপোর্টের মধ্যে নতুন করে কুমিল্লা ৪৪জনের করোনা শনাক্ত
হয়েছে। সেই সাথে মারা গেছেন আরও ৩ জন।
শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২৫জন। এছাড়া সদর দক্ষিণ, চৌদ্দগ্রামে তিনজন
করে, বুড়িচং, লাকসাম, মুরাদনগর, দেবিদ্বারে দুজন করে, চান্দিনা, বরুড়া,
নাঙ্গলকোট, দাউদকান্দি ও লালমাইয়ে একজন করে।
এদিকে মারা যাওয়া তিনজনের মধ্যে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দ্ইু পুরুষ (৮০), (৬৮) এবং মুরাদনগরে এক পুরুষ (৫২)।