Published : Monday, 19 April, 2021 at 12:00 AM, Update: 19.04.2021 1:14:31 AM
রণবীর
ঘোষ কিংকর: চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কঠোর লকডাউন
বাস্তবায়নে এবং মানুষকে ঘরে ফিরাতে ব্যাপক কাজ করে যাচ্ছে চান্দিনা থানা
পুলিশ। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার এবং ব্যবসা
প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ উপজেলার ১টি
পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে গিয়ে মাইকিং করে
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছেন। রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকাল
পর্যন্ত তিনি চান্দিনা উপজেলা সদর, মাধাইয়া, বাড়েরা, মাইজখারসহ বিভিন্ন
এলাকায় ঘুরে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।
চান্দিনা থানার অফিসার
ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন- সরকার টিভি চ্যানেলসহ বিভিন্ন
প্রচার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবুও
মানুষের মধ্যে সচেতনতা কম। সামাজিক দূরত্বের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষ
মানছে না, অনেকেই মাস্ক ব্যবহার করছেনা। আমরা প্রতিদিন যথা সম্ভব চেষ্টা
চালিয়ে যাচ্ছি।