ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ৬২, মৃত্যু ৩
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM, Update: 18.04.2021 12:46:02 AM
কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ৬২, মৃত্যু ৩মাসুদ আলম।। কুমিল্লায় নতুন করে আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছেন। জেলা এই পর্যন্ত ১১ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৭ জন। লাকসাম, চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে একজন করে জেলা আরও ৩জন করোনায় মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। এছাড়া কুমিল্লায় এখন পর্যন্ত ৩৪১ মারা গেছেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার প্রাপ্ত ৩৬৭ রিপোর্টের মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেই ২৭ জন। বাকীদের মধ্যে আদর্শ সদর, বুড়িচং, লাকসাম, নাঙ্গলকোটে চারজন করে, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লালমাইয়ে একজন করে, চান্দিনা, দাউদকান্দি, হোমনা, তিতাসে দুইজন করে, চৌদ্দগ্রামে পাঁচজন ও বরুড়া তিনজন।  
সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৩জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে লাকসামে পুরুষ (৭৫), চৌদ্দগ্রামে পুরুষ (৬৭) এবং দেবিদ্বারে নারী (৭৫)।