ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনার প্রত্যন্ত অঞ্চলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM, Update: 18.04.2021 12:45:38 AM
চান্দিনার প্রত্যন্ত অঞ্চলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে অবৈধ ভাবে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করার অপরাধে চান্দিনা বাজার, বাড়েরা বাজার, আলিকামোড়া এলাকায় পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালতের পৃথক ২টি টিম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম পৃথক ২টি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত চান্দিনা বাজার, বাড়েরা বাজার ও আলিকামোড়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ২ হাজার ৫শ টাকা এবং সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এর নেতৃত্বাধীন অভিযানে ১১টি মামলায় ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন।