ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনের তৃতীয় দিনে কুমিল্লায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
আইন অমান্য করলে আরো কঠোর হবে প্রশাসন
Published : Saturday, 17 April, 2021 at 12:00 AM, Update: 17.04.2021 12:43:09 AM

লকডাউনের তৃতীয় দিনে কুমিল্লায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানাতানভীর দিপু: কুমিল্লায় লকডাউন ও করোনা স্বাস্থ্যবিধি মানাতে আরো কঠোর হচ্ছে ভ্রাম্যমান আদালত। কুমিল্লা সিটি কর্পোরেশন ছাড়াও ১৭টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। লকডাউন উপেক্ষা করে দোকানপাট, শপিংমল খোলারাখা, সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহন, অযথা জনসমাগম ও মাস্ক পরিধান না করায় দেয়া হচ্ছে অর্থদন্ড।

শুক্রবার লকডাউনের তৃতীয় দিনে কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের ১৬৩টি অভিযানে ১ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত কুমিল্লা নগরী এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১৩ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আদর্শ সদর উপজেলায় ১৮টি মামলায় ১০ হাজার ৭ শ ৫০ টাকা, দাউদকান্দিতে ৬ মামলায় ১০ হাজার টাকা, মুরাদনগরে ১৭ মামলায় ২১ হাজার টাকা, চৌদ্দগ্রামে ৪ মামলায় ২০ হাজার টাকা, লাকসামে ১১ মামলায় ২১ হাজার ৩ টাকাসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিষ্টেটগণ অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন।

কুমিল্লায় সংক্রমণ কমিয়ে আনতে সারা দেশের সাথে একযোগে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। সংক্রমণের আধিক্য থাকায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন মানানোর প্রতি জোর দিচ্ছেন প্রশাসন। প্রতিদিনই লকডাউন ও করোনা স্বাস্থ্যবিধি আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। নগরীতে প্রবেশের ২১টি পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোষ্ট।

জেলা প্রাশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, কুমিল্লা জেলায় সংক্রমণের ৬০ শতাংশই নগরীতে। এছাড়া বিভিন্ন উপজেলায়ও করোনার সংক্রমণ ছড়াচ্ছে। তবে চলমান লকডাউন শত ভাগ পালন এবং করোনা স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন জোরালো অবস্থানে আছে।

চিকিৎসকরা জানান, করোনায় মৃত্যু ঠেকাতে সংক্রমণ ঠেকাতে হবে। আর সংক্রমণ এড়াতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

জেলা স্বাস্থ্যবিভাগের ১৬ এপ্রিলের তথ্যে দেখা গেছে, এপ্রিলের ১৫ দিনে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় প্রাণহারিয়েছেন ৫০ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। নতুন করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জন, এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৪৯ জন। তবে সর্বশেষ ২৪ ঘন্টায় কুমিল্লা সিটির ১০ জন সুস্থও হয়েছেন।  এর আগে গত ১২ এপ্রিল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জানানো হয়, কুমিল্লাতে করোনা সংক্রমণ হার ২৮ শতাংশের বেশি। মৃত্যুর হারও ২ দশমিক ৯ শতাংশ।