Published : Saturday, 17 April, 2021 at 12:00 AM, Update: 17.04.2021 12:41:34 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ব্যবসা, গাড়ি চালক ও পথচারীদের পড়তে হয়েছে বিপাকে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা গুণতে হয়েছে তাদের।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে চান্দিনা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, জরুরী পণ্য ব্যতিত পণবাহী গাড়ি প্রবেশ, বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বাজারে আসার অপরাধে তাদেরকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় ১৫টি মামলায় ৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। এসময় চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে চান্দিনা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম জানান- করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকারের জারিকৃত লকডাউন সফল করতে মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮৯ এবং ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।