ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেহরী খাওয়া সুন্নত, সেহরীতে বরকত রয়েছে
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM, Update: 18.04.2021 12:45:42 AM
সেহরী খাওয়া সুন্নত, সেহরীতে বরকত রয়েছেসেহ্রী খাওয়া সুন্নত, সেহরীতে বরকত রয়েছে হযরত আনাছ (রা:) হতে বণিত আছে যে রাসূল (স:) এরশাদ করেন তোমরা সেহ্রী খাও, কারণ সেহ্রীতে বরকত নিহিত রয়েছে। হযরত আমর ইবনুল আছ (রা:) হতে বর্ণিত রাসূল (স:) ইরশাদ করেন আমাদের ও আহলে কিতাবিদের রোজার মধ্যে পার্থক্য হল সেহ্রী খাওয়া। সেহ্রীর সময় হল শেষ রাত।
আমরা সেহ্রী গ্রহণ করবো কি নিয়তে? সাধারনত আমাদের মনে এই চিন্তা থাকে যে সেহ্রী না খেলে সারাদিন ক্ষুধায় কষ্ট পেতে হবে। কাজেই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য সেহ্রী খেতে হয়।
    এই চিন্তায় সেহ্রী খেলে সেহ্রীর সহীহ নিয়ত হবে না। এই নিয়তে সেহ্রী খেলে ক্ষুধার কষ্ট থেকে বাঁচাযাক আর না যাক সেহ্রীর ছাওয়াব ও বরকত হতে আমরা বঞ্চিত হব। সেহ্রী খাওয়া সুন্নত এই নিয়তে খেতে হবে, তা হলে না খাওয়ার কষ্ট থেকেও বাঁচাযাবে সুন্নত আদায় করার ছাওয়ার ও পাওয়া যাবে। সেহ্রী খাওয়ার মধ্যে আমরা আর একটি নিয়ত করব তা হল বরকত অর্জন করা কারণ হাদিসের বর্ণনা অনুযায়ই সেহ্রীতে বরকত রয়েছে। তিবরানী শরীফের এক হাদিসে রয়েছে যারা সেহ্রী খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন।
    এ হাদিসের আলোকে সেহ্রী খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফেরেস্তাদের দোয়া অর্জন করার নিয়ত করব। আল্লাহ আমাদের সকলকে ছহীহ নিয়তে সেহ্রী খাওয়ার তাওফীক দান করুন।