মাসুদ আলম।।
সংক্রামণ
রোধে দেশজুড়ে লকডাউন চললেও কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু
কমছে না। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সাথে
দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। শুক্রবার নতুন করে কুমিল্লা আরও ১০৬ জন
করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন চার পুরুষ এবং দুই নারীসহ মারা গেছেন ৬ জন।
কুমিল্লা
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) ১০৬ জনসহ এই
জেলায় এখন পর্যন্ত ১১ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে
সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৯ জন। নতুন ৬জনসহ এই পর্যন্ত জেলায় ৩৩৮ জন মারা
গেছেন। ৩৩৮ জনের এই মৃত্যু তালিকায় রয়েছেন ডাক্তার, শিক্ষক, সাংবাদিক,
রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কার্মচারী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন
কর্মকর্তা।
সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, কুমিল্লা জেলায়
নতুন করে ১০৬ আক্রাস্তের মধ্যে সবচেয়ে বেশি করানা শনাক্ত হয়েছে কুমিল্লা
সিটি কর্পোরেশন এলাকায় ৪৯ জন। এছাড়া কুমিল্লা সদর উপজেলায় ৬জন, সদর
দক্ষিণে দুই জন, বুড়িচংয়ে ৭জন, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট, দেবিদ্বার ও
তিতাসে একজন করে, চান্দিনায় ৫জন, চৌদ্দগ্রাম তিন জন, লাকসামে ১০জন, বরুড়া
৫জন, দাউদকান্দি ১১জন ও হোমনায় ৪জন।
এদিকে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত
হয়ে মারা যাওয়া ৬ ব্যক্তির মধ্যে ৪ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় পুরুষ (৬৬), বুড়িচং পুরুষ (৩৭),
চৌদ্দগ্রামে নারী (৬০), দেবিদ্বার পুরুষ (৫৪), আদর্শ সদর পুরুষ (৬৮) এবং
চান্দিনায় নারী (৬০)।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ
হোসেন জানান, মারা যাওয়া ৬ ব্যক্তির মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকী দুইজন বাড়িতে মারা যান।
তিনি আরু জানান, শুক্রবার প্রাপ্ত ৪৭৬ রিপোর্টের মধ্যে ১০৬ জনের করোনা শনাক্ত করা হয়।