লালমাইয়ে পল্লী চিকিৎসকের জরিমানা
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই ।।
কুমিল্লার
লালমাই উপজেলার ভূশ্চি বাজারে নামের পূর্বে ডাক্তার পদবী লেখায় এক পল্লী
চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া করোনা
সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন
স্থানে অভিযান পরিচালনা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার
ভূশ্চি বাজারের মোঃ তৈয়ব আলী তিনি পল্লী চিকিৎসক হওয়ার পরেও তার ব্যবহৃত
প্রেসক্রিপশন প্যাডে ডাক্তার পদবী ব্যবহার করে আসছিলেন।
লালমাই উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, উপজেলার
ভূশ্চি বাজারে আরএমপি (রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার) হয়ে নামের আগে
‘ডাক্তার’ পদবি লেখায় একজনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া
করোনা সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করায় বিভিন্ন
বাজারে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।