Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM, Update: 18.04.2021 12:46:22 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার
(১৭ এপ্রিল) দুপুর ১টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে
ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন হত্যাকারী খলিল মিয়া (৩২)কে আটক
করে।
নিহত রফিকুল ইসলাম (৩৮) পাশ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের
ফজল মিয়ার ছেলে। তবে দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ মায়ের সাথে চান্দিনার লতিফপুর
গ্রামের মামার বাড়িতেই বসবাস করতেন তিনি। পেশায় শ্রমিক।
ঘাতক খলিল
মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূন এর ছেলে। সে চান্দিনার
লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।
স্থানীয়
সূত্রে জানা যায়- নিহত রফিকুল ইসলাম এর কাছে ১২টা টাকা পাওনা ছিল খলিল
মিয়া। শনিবার দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়ে
হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলাম এর বুকে ছুরিকাঘাত
করে। এসময় স্থানীয় লোকজন ঘাতক খলিলকে আটক করে এবং আহতাবস্থায় রফিকুল
ইসলামকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চান্দিনা
থানা পুলিশ ঘাতক খলিল মিয়াকে গ্রেফতার করেন।
চান্দিনা থানার অফিসার
ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ ঘটনাটি নিশ্চিত করে বলেন,
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।