Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM, Update: 21.04.2021 1:02:32 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন লাকসাম নওয়াব
ফয়জুন্নেছা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক, কুমিল্লা সরকারি
কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন প্রভাষক মোহাম্মদ মাসুদ আলম। গতকাল মঙ্গলবার
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪৭ বছর।
জানা গেছে, ২৪ তম বিসিএস
(সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৮
এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার মৃত্যুর
কোলে ঢলে পড়েন তিনি। পরে বাদ মাগরিব কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর
গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর স্ত্রী ও
তিন সন্তান রয়েছে।
নির্মোহ, সৎ এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক
জানিয়েছেন- মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন)
প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
প্রফেসর কায়সার আহমদ, বাংলাদেশ এনসিটিবির সচিব প্রফেসর মো: নিজামুল করিম,
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সু্যােগ্য চেয়ারম্যান
প্রফেসর মো: আবদুস ছালাম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, মাধ্যমিক ও
উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী,
লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের অধ্য প্রফেসর বাবুল চন্দ্র শীল,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভুইঞা,
কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্য প্রফেসর মো: জামাল নাছের, কুমিল্লা
সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: হারুনুর রশীদ পাটোয়ারি,
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লার জেলার সাধারণ সম্পাদক ও কুমিল্লা
শিক্ষাবোর্ডের উপকলেজ পরিদর্শক বিজন চক্রবর্তী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি
কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক সরকার, কুমিল্লা
শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম
প্রমুখ।