ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় আরও ৪জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM, Update: 21.04.2021 1:02:36 AM
কুমিল্লায় করোনায় আরও ৪জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬ মাসুদ আলম।।
কুমিল্লায় তিন নারীসহ করোনায় আরও ৪জন মারা গেছেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫০ এ। এছাড়া নতুন করে আরও ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ২০০ জন।  
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রাপ্ত ৪৫৩টি রিপোর্টের মধ্যে নতুন করে কুমিল্লা ৯৬জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে মারা গেছেন আরও ৪ জন। মারা যাওয়াদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।  
শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৭২জন। এছাড়া কুমিল্লা আদর্শ সদর ও নাঙ্গলকোটে ৫জন করে, সদর দক্ষিণ, বুড়িচং, চৌদ্দগ্রামে একজন করে, চান্দিনায় ছয়জন, লাকসামে দুইজন ও বরুড়া তিনজন।
এদিকে মারা যাওয়া তিনজনের মধ্যে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দ্ইু নারী  (৭৫), (৭৫), বুড়িচংয়ে এক নারী (৬৫) এবং চৌদ্দগ্রামে এক পুরুষ (৬০)।
তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।