ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীসহ ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা পৌনে এগারটায় উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন; ট্রাক হেলপার চট্টগ্রামের মিরেরশরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন(২৭), মোটর সাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ(৩৫) ও লরী চালক রাসেল(৩৮) তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।  
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় মঙ্গলবার বেলা পৌনে এগারটায় ঢাকামুখী বেপরোয়া গতির একটি লরী(ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) দাঁড়িয়ে থাকা একটি ট্রাক(ফেনী-ট-১১-০০৪৬) এবং একটি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় লরীটি দাড়িয়ে থাকা ট্রাকটিকে দুমড়ে মুছড়ে এবং আরোহীসহ মোটর সাইকেলটি চাপা দিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। নিহতরা হলেন; মোটর সাইকেল আরোহী পেয়ার আহম্মেদ, ট্রাক হেলপার আলমগীর হোসেন ও লরী চালক রাসেল। এ সময় আরো ৭ জন আহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায়  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতরা হলেন; ট্রাক চালক শহীদ, লরীর হেলপার শাহাদাত, স্থানীয় রাজন, জামাল, রেদোয়ান, মামুন ও রাজিব।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসে। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে’।