Published : Friday, 23 April, 2021 at 12:00 AM, Update: 23.04.2021 12:52:08 AM
![কুমিল্লায় একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু কুমিল্লায় একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু](https://www.comillarkagoj.com/2021/04/23/1619117498.jpg)
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও চারজন মারা
গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন। এনিয়ে জেলায় মোট ১১
হাজার ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন চারজনসহ আক্রান্ত ব্যক্তিদের
মধ্যে মারা গেছেন ৩৫৭জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার মারা যাওয়া চার ব্যক্তির মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।
তারমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দুই পুরুষসহ তিনজন এবং মনোহরগঞ্জে
এক নারী।
আরও জানা যায়, বৃহস্পতিবার ৩৬১টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৩
জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়
১৮জন। এছাড়া সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, লাকসাম,
মুরাদনগর ও মনোহরগঞ্জে একজন করে, দেবিদ্বারে পাঁচজন, দাউদকান্দি ১৭জন,
বরুড়া ও হোমনায় ছয়জন এবং তিতাস ৪জন।
এদিকে বৃহস্পতিবার করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন।