Published : Friday, 23 April, 2021 at 12:00 AM, Update: 23.04.2021 12:52:45 AM
![কুমিল্লায় করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষকের মৃত্যু কুমিল্লায় করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষকের মৃত্যু](https://www.comillarkagoj.com/2021/04/23/1619117559.jpg)
নিজস্ব
প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর
কুমিল্লার জীবিকায়ন কর্মসূচি'র বিউটিফিকেশন বিভাগের প্রশিক ফাহমিদা আক্তার
পান্না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২২ এপ্রিল)
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান তিনি। ২ সন্তানের জননী ফাহমিদা পান্না কুমিল্লা শহরের অশোকতলা
এলাকায় বসবাস করতেন। তিনি বুড়িচং উপজেলার বাজেহুরা গ্রামের ইতালী প্রবাসি
সৈয়দ জামশেদ হায়দার টিটুর স্ত্রী।
জানা গেছে, চলতি মাসের প্রথম দিন (১
এপ্রিল) ফাহমিদা পান্না করোনায় আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন
অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রবিবার তাকে হাসপাতালের
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে
মারা যান তিনি।