ব্রাহ্মণপাড়ায় ফরিদ উদ্দিনের দাফন সম্পন্ন
Published : Saturday, 24 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের ভাই উপজেলার নাইঘর গ্রামের মৃত মাওলানা রেহান উদ্দিনের ছেলে মো. ফরিদ উদ্দিন (৭০) বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি..... রাজিউন। শুক্রবার (২৩ এপ্রিল) মরহুমের নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের নাইঘর নেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ জুম্মা ২য় এবং শেষ জানাযা নামাজ শেষে নাইঘর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করেন স্বজনরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু এমপির ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক দুই বারের সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আবদুল বারী, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাজী আলী আকবর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল হক, শশীদল ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম খান, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ শাহ আলম ঠিকাদার, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমীর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ই¯্রাফিল হোসেন ভুইয়া, আবদুল জলিল মেম্বার, আলী আহাম্মদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ সহ এলাকার বিভিন্ন মুসল্লিায়ানবৃন্দ জানাযায় অংশ গ্রহন করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে তারাবী নামাজ শেষে রাজা বাজার মসজিদের সামনে মরহুমের প্রমত জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।