ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অসহায় মানুষের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ
Published : Saturday, 24 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল, কল্পবাস, নোয়াপাড়া, নন্দীপাড়াসহ আসপাশের এলাকার দেড়শ পরিবারের মাঝে ব্যাক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী।
করোনা মহামারিতে তিনি এলাকায় না থালেও দূর থেকে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ওই এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন, ধান্যদৌল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সহকারী শিক্ষক জাকির হোসেন, চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক অপু খান চৌধুরী, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব রক্ষক মানিক মিয়া প্রমুখ।