ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে লকডাউনে দোকান খোলা রাখায় জরিমানা আদায়
Published : Saturday, 24 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই ||
লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় কুমিল্লা লালমাই উপজেলায় আট ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ২৩ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা জানান, বাগমারা বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৮ জন ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি আরও বলেন, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।