ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দিল্লির এক বাড়ি থেকেই ৪৮ অক্সিজেন সিলিন্ডার জব্দ
Published : Saturday, 24 April, 2021 at 12:52 PM
দিল্লির এক বাড়ি থেকেই ৪৮ অক্সিজেন সিলিন্ডার জব্দ ভারতে মেডিকেল অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই দিল্লির একটি বাড়ি থেকে অক্সিজেনের ৪৮টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩২টি বড় ও ১৬টি ছোট সিলিন্ডার রয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) এগুলো উদ্ধার করে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

খবরে বলা হয়েছে, বাড়ির মালিক অনিল কুমার দাবি করেছেন তিনি শিল্প অক্সিজেনের ব্যবসা করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ৫১ বছর বয়সী অনিল তার ব্যবসায়ের জন্য লাইসেন্স দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত বড় সিলিন্ডার থেকে অক্সিজেন স্থানান্তর করার পরে ১২ হাজার ৫০০ রূপি করে একটি ছোট সিলিন্ডার বিক্রি করতেন। আদালতের অনুমতি পেলে শনিবার পুলিশ উদ্ধার করা সিলিন্ডারগুলো যাদের দরকার তাদের মধ্যে বিতরণ করবেন।