
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় মান্নান খান (৩২) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান টাঙ্গাইল জেলার মির্জাপুরের আজগানা গ্রামের বাসেদ খানের ছেলে।
পুলিশ জানায় ,কালিয়াকৈর থেকে অটোরিকশা নিয়ে মান্নান আজগানার দিকে যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া হাজিরপুকুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশাটির। এতে ট্রাকচাপায় চালক মান্নান ঘটনাস্থলেই নিহত হযন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ট্রাকচালক পলাতক রয়েছেন। তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।