ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ গ্রেফতার ৯
Published : Saturday, 24 April, 2021 at 2:09 PM
ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ গ্রেফতার ৯ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (২৪ এপ্রিল) ভোরে খোশালপুর সীমান্তের একটি কলা বাগানের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় সীমান্ত পারাপারে সহায়তাকারী মো. কদম আলী মণ্ডল (২৫) নামের এক বাংলাদেশী দালালকে গ্রেফতার করা হয়।

পরে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, নড়াইল, ও ঝিনাইদহ জেলায় বলে জানা গেছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্ত এলাকার একটি কলা বাগানের মধ্য থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জনকে গ্রেফতার করে বিজিবি। এসময় তাদের সহযোগীতা করা এক দালালকেও গ্রেফতার করা হয় ।

তিনি আরো বলেন, বর্তমানে মহেশপুর এলাকায় সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে। তবে আমরা সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। কেউ যেন এমন অবৈধ সুযোগ কাজে লাগাতে না পারে সে বিষয় নজর রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে বিজিবি।